জাতীয় অর্থ বাণিজ্য

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাজুস নেতাদের বৈঠক, চোরাচালান বিরোধী টাস্কফোর্সে অর্ন্তভূক্তির প্রস্তাব

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাজুস নেতৃবৃন্দ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশনের (বাজুস) নেতৃবৃন্দ। বৈঠককালে বাজুস নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। মন্ত্রী এসব বিষয় খতিয়ে দেখার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় জুয়েলারি শিল্পের অনেক সমস্যার তাৎক্ষণিক সমাধান হওয়ায় বাজুসের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একইসাথে ভবিষ্যতেও বাজুসের যে কোন সমস্যা সমাধানে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্তরিক সহযোগীতা প্রত্যাশা করেন বাজুস নেতারা। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চোরাচালান বিরোধী টাস্কফোর্সে বাজুসের প্রতিনিধি অর্ন্তভূক্ত করার প্রস্তাবনা পেশ করা হয়। বিভাগীয় ও জেলা পর্যায়ে চোরাচালান বিরোধী কার্যক্রমে বাজুসের বিভাগীয় ও জেলা পর্যায়ের প্রতিনিধি অন্তর্ভূক্ত করার প্রস্তাবনাও তুলে ধরা হয়। পাশাপাশি জেলা আইন শৃঙ্খলা কমিটিতে বাজুসের জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে অন্তর্ভূক্ত করার প্রস্তাব দেওয়া হয় বাজুসের পক্ষ থেকে।

আরো জানা গেছে, বৈঠককালে বাজুস নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান, এক স্থান থেকে অন্য স্থানে সোনা পরিবহনের ক্ষেত্রে জুয়েলারি ব্যবসায়ীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কর্তৃক প্রায়ই হয়রানীর শিকার হয়। এ ক্ষেত্রে সোনার অলংকার পরিবহনের সময় প্রতিষ্ঠানের চালানের কপি ও বহনকারীর জাতীয় পরিচয়পত্র ও বাজুসের পরিচয়পত্র  প্রদর্শন করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে কোনরকম হয়রানী না করে তার যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়া সারা দেশে জুয়েলারী দোকানে এ যাবতকাল অনেক চুরি ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। এসকল ঘটনায় বর্তমান আইন অনুযায়ী থানা কর্তৃপক্ষ সাধারণ চুরির মামলা হিসেবে গ্রহণ করে। কিন্তু সোনা একটি মূল্যবান ধাতু। তাই আইন পরিবর্তন করার জন্য প্রস্তাবনা পেশ করেন বাজুস নেতারা। পাশাপাশি অতীতে সংঘটিত অপরাধ তদন্তে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

বিজ্ঞাপন

বৈঠকে উপস্থিত ছিলেন- বাজুসের সহ -সভাপতি গুলজার আহমেদ, মো. রিপনুল হাসান, মাসুদুর রহমান, মো. জয়নাল আবেদীন, সমিত ঘোষ, বাজুসের সাবেক সভাপতি ও বর্তমান কার্যনির্বাহী সদস্য ডা. দিলীপ কুমার রায়, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী সদস্য ড. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, উপদেষ্টা রুহুল আমিন রাসেল, সাবেক কোষাধ্যক্ষ ও বর্তমান কার্যনির্বাহী সদস্য পবিত্র চন্দ্র ঘোষ ও  কার্যনির্বাহী সদস্য ইকবাল উদ্দীন।

বিজ্ঞাপন